সাহিত্য/স্বরচিত কবিতা
স্বাধীনতা মানে নয়রে খোকা
একাই খাবে তুমি
স্বাধীনতা মানে নয়তো শুধুই
তারকাঁটা ঘের ভূমি।
স্বাধীনতা মানে একই শপথ
জনতার হাতে কলম
স্বাধীনতা মানে যোগ্যতা বাছাই
কাজ হবেনা মলম।
স্বাধীনতা মানে উড়বে ঘুড়ি
ইচ্ছে গগন জুড়ি
স্বাধীনতা মানে ন্যায়ের ডাকে
পড়বেনা ভয়ে চুড়ি।
স্বাধীনতা নয় তোষামোদি কয়
অপরাধ ভালো বলা
স্বাধীনতা কয় যদি না থাকে ভয়
সত্যের পথে চলা।
Leave a Reply