আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

খুশির তীর /মোঃ জিয়াউর রহমান

সাহিত্য/স্বরচিত কবিতা

আসছে ঈদে মনের ক্ষিধে
ভাসুক খুশির বন্যা
ভুলে যাবো বিভেদ যত
দুশমন কোন জন না।

এই লগনে সকল প্রাণে
আমেজ ভিন্ন রকম
খোকা-ছুঁড়ি বুড়া-বুড়ি
খুশির তীরে জখম।

খোদার নামে বলির কামে
বিশাল ভুঁড়ি ভোজ
ভুখা যেন রয়না কোন
করবো তাদের খোঁজ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category