সাহিত্য/স্বরচিত
শ্রাবণে প্লাবন বছরে একবার হয়
তারচেয়ে বড় প্লাবন বছর জুড়েই বয়
দশের টাকা যখন লুটে
মুষ্টিমেয়’র হাতে জড়ো হয়।
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
যেই প্লাবনে হয় কোষাগার খালি
হাট-বাজারে সরল-গাধা অযথা মারে গালি
জ্বরে কাঁপে দেশ
বাঘ-সিংহের আমিষ ভোজন তৃণভোজীরা শেষ।
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
Leave a Reply