সাহিত্য/স্বরচিত কবিতা
এক ছিলো “বলরাম”
ক্ষমতায় যত কাম
অপরের ব্যথা সে খুঁজেনা,
টাকা তার ভরপুর
জুলুমে বাহাদুর
অভাব যে কারে বলে বুঝেনা।
একটাই দুখ্ তার
বড় বড় রোগ তার
খায় সে পাখিদানা অল্প,
টাকা আর বাড়ি-ঘর
তাই খায় দিনভর
এই হলো বলরামের গল্প।
পাশে বাড়ি দুখিরাম
সারাবেলা করে কাম
যতক্ষণ যায় দেখা “আলো”,
রোগা-শুকা দেহ তার
নাম-ডাকে পেটুকার
রোগ তারে ভয় করে ভালো।
একদিন বলরাম
বলে শোন দুখিরাম
এতো খাস কিছু তোর হয় না,
দুখিরাম বলে স্যার
টাকা-ধন বেশি যার
খাবারে ছাড়ে তারে সয় না।
Leave a Reply