ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ১২৬৮ তম সভা অনুষ্ঠিত।
আজ ১২সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৯ টায় শহরের মডেল থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টালে ভোরের আলো সাহিত্য আসর এর ১২৬৮ তম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী এস.কে. রাজু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোরের আলোর আইন ও শৃঙ্খলাবিষয়ক সম্পাদক কবি ও ছড়াকার হীরন আকন্দ ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট বাউল শিল্পী মোঃ কবির হোসেন। লেখা ও বক্তব্য উপস্থাপন করেন কবি ও ছড়াকার মলং আলীমুর রাজী (রাজীব) ও জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিন্তক আলমগীর অলিক।
উপস্থিত ছিলেন ভোরের আলোর সদস্য আকলিমা খাতুন ও মো: রাজন মিয়া।
অদ্যকার অনুষ্ঠানের সভাপতি এসকে রাজু নিজেও মন মাতানো সঙ্গীত সকলকে উপহার দেন।
অনুষ্ঠান শেষে এই আসরের সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply