আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আকুপ্রেসার গ্রহণ করে সুস্থ থাকুন


ভোরের আলো বিডি ডটকমঃ
সবাই অবগত আছেন এলোপ্যাথিক,হোমিওপ্যাথিকসহ নানা চিকিৎসা পদ্ধতির কথা। কিন্তু আকুপ্রেসার পদ্ধতির চিকিৎসার কথা কম লোকই জানে। এটি একটি বিস্ময়কর পদ্ধতি। সাংবাদিক সাগর সগীর এটি বাংলাদেশে ব্যাপকভাবে প্রচার ও প্রসার ঘটালেও তা গ্রহণ করার ক্ষেত্রে ব্যাপক হয়নি। আমাদের দেহে অগণিত স্নায়ুবিন্দু রয়েছে। যার সাথে সম্পৃক্ত রয়েছে দেহের নানা অঙ্গপ্রত্যঙ্গ। কোন স্নায়ু বিন্দুতে চাপ দিলে কোন রোগের প্রতিরোধ করা যায় তার বিবরণ পাওয়া যায় সাগর সগীর প্রণীত বই সমূহে। যদিও দেহে রয়েছে অনেক স্নায়ুবিন্দুর সমাহার তথাপি মাত্র ৩৮টি বিন্দু দেখানো হয়েছে এসব বই সমূহে। এখন শীতের প্রবাহ চলছে। মৌসুমী পরিবর্তনে দেহে দেখা দিবে নানা সমস্যা। এর জন্য অনেকেই ব্যায়াম হয়তো চালিয়ে যাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। আপনি ঘরে বসেও সেই প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা সম্ভব। নিজ ঘরে বসে বসে আপনি যদি বইয়ে দেখানো ৩৮ বিন্দুতে নিয়ম মাফিক ক্রমাগত চাপ দিতে অভ্যস্থ হয়ে পড়েন তাহলে এমন বিস্ময়কর ভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠবে যা আপনি কল্পনাও করতে পারবেননা। আপনি শুধু বুঝবেন যে ধীরে ধীরে আপনার সমস্যা সমূহ সরে যাচ্ছে। আপনার একজন আকুপ্রেসার থেরাপিস্ট এর শরণাপন্ন হয়ে এ থেরাপী গ্রহণ করেন তাহলেও সহজেই আপনি এ চিকিৎসা পদ্ধতি নিজেই রপ্ত করতে পারবেন। প্রথমত থেরাপিস্টকে এক/দুই মাস অর্থ দিলেও পরবর্তীতে বিনা পয়সায় তা নিজ হাতেই চালিয়ে যেতে পারবেন। অথবা পরিবারের লোকজন তা চালাতে পারবেন। এ থেরাপির সাহায্যকারী হিসেবে কাঠের নির্মিত হ্যান্ডরোলার ও ফুটরোলারটিও কাছে রাখবেন। এসব যন্ত্র পেতে যোগাযোগ করতে পারেন ০১৪০৭২৮০৭৬৩ ফোন নম্বরে।
এই দেয়া নম্বরে ফোন করে প্রশিক্ষণও নিতে পারেন। সামান্য অর্থব্যয়ে প্রশিক্ষণ নিয়ে আজীবনের জন্য বিনা খরচায় নানা রোগ সমস্যায় এ থেরাপি চালিয়ে যেতে পারেন। বাংলাদেশে আকুপ্রেসারের যিনি পথিকৃৎ ওনারও শরণসপন্ন হতে পারেন। তবে ওনাকে পেতে কিচুটা অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। ওনার ফেইসবুক আিডিতে যুক্ত হতে পারেন। ওনার facebook id হলো Sagar Sagir. যিনি ভারতে অবস্তান করছেন। তিনি আপনাকে সকল পথ দেখিয়ে দিতে পারবেন। কারণ এ যাবত তিনি আকুপ্রেসার গবেষণায় ব্রত আছেন। ওনার দেখিয়ে দেয়া পথই সহজ ও সরল বটে। জেনে রাখুন আকুপ্রেসার এমন এক পদ্ধতির নাম যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এ সহজ পদ্ধতি সবার গ্রহণ করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category