সাহিত্য কলাম/স্বরচিত কবিতা
বিচার যদি হেঁটে চলে
অন্ধ গলির পথে
জেগে থাকা ঘুমের কোলে
বেহুঁশ রূপের রথে
ধর্ষণ হলে যায় কি আসে
ন্যায়ের কথা বলে !
বিচার যদি ক্ষমতা জোরে
স্বার্থের গান গায়
অপরাধী দল ঘুরবে পথে
ধর্ষিতা ভয় পায়
ধর্ষণ হলে যায় কি আসে
ন্যায়ের কথা বলে !
বিচার যদি হয়গো কভু
পাঁচ মোড়লের ঘাটে
লাঞ্ছিতা তায় পাবে কি রায়
শৃগাল-শকুন হাটে
ধর্ষণ হলে যায় কি আসে
ন্যায়ের কথা বলে !
Leave a Reply