আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এইরে বৃষ্টি এলো /মোঃ জিয়াউর রহমান

সাহিত্য/স্বরচিত কবিতা

আঁধার হয়ে এলো খোকা
চলে এসো ঘরে
বজ্র-শিলা বারির সনে
যদি মাথায় পড়ে!

মেঘের দল ঘুরছে হাওয়ায়
এই এলোরে বৃষ্টি
ধান গুলো যে ভিজবে জলে
দাওনা কেন দৃষ্টি?

কাপড়-চোপড় ঘরে আনো
গরু গোয়ালে দাও
এসব দেখে কেমন করে
বসে থাকতে পাও !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category