আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মধ্য দুপুরে বৃষ্টি /মোঃ জিয়াউর রহমান

সাহিত্য/স্বরচিত ছড়া

হাওয়ায় দুলে নামল মেঘ
বৃষ্টি ঝরা গানে
ভূমির বাড়ি সেই খুশিতে
প্রাণের স্পর্শ আনে।

টাপুর টুপুর মধ্য দুপুর
ঝরছে অঝোর ধারা
সাগর-পাহাড় মরু-বনে
জাগলো বুঝি সাড়া।

লতা -পাতা-ডালা বেয়ে
পরছে টিনে ধুম
ঝুম ঝুমাঝুম বাজনা শুনে
খুকির পেল ঘুম।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category